সুদ কষার অংক শিখি সহজ ভাষায়ঃ প্রথম ক্লাস

সহজ ভাষায় অংক বুঝি, সহজেই অংক করি। 

সুদ কষার অংক সচারচরচর বিভিন্ন পরীক্ষায় এসেই থাকে, তা সে বিসিএস, ব্যাংক কিংবা প্রাইমেরী যে কোন চাকরির পরীক্ষাই হোক না কেন। তাই সুদ কষার অংকগুলো স্টেপ বাই স্টেপ শিখে নেওয়া উচিত, যাতে মনে কোনো প্রশ্ন না থাকে যে এটা কিভাবে হলো। তাই আমার নিচের স্টেপগুলো ফলো করার চেষ্টা করে দেখুন। আমি সহজভাবে বুঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পারবেন। তারপরও বুঝতে সমস্যা হলে কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন।

এই পোস্টে তিনটি অংকের সহজ সমাধান দেওয়া হল।

১. সুদের হার শতকরা ৭ টাকা হলে ৬০০০ টাকার ৬ বছরে সুদ কত?

উত্তরঃ ৩০০০ টাকা।

২. ১০% হারে ৫০০ টাকার সুদ কত বছরে ১০০ টাকা হবে?

উত্তরঃ ২ বছরে।

৩. শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা?

উত্তরঃ ৩%।



যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং অংক যেভাবে বুঝানো হয়েছে সেভাবে বুঝে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন।

পরের অধ্যায় গুলো দেখুন এখানেঃ

সুদ কষার শর্টকাট | মাত্র ১০ সেকেন্ডে সমাধান | Short Cut Method



Comments